আলমডাঙ্গায় পাট বীজ উৎপাদনে উদ্বুদ্ধ করতে পাটচাষিদের প্রশিক্ষণ

এন এইচ শাওন আলমডাঙ্গা প্রতিনিধি

বাংলাদেশ কৃষি অধিদপ্তরের সহযোগিতায় এবং চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসের আয়োজনে পাটচাষিদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।পাটচাষিদের পাটবীজ উৎপাদনে উদ্বুদ্ধকরণ, দেশীয় বীজে পাটচাষ করে পাটচাষে স্বয়ংসম্পূর্ণ করতে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।দেশীয় চাহিদা পূরণ করে বিদেশে কিভাবে উন্নত বীজ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় সে বিষয়ে কৃষকদের মাঝে বিস্তারিত আলোচনা করেন।

বুধবার সকালে আলমডাঙ্গা উপজেলা হল রুমে পাট চষীদের পাটবীজ উৎপাদন উদ্বুদ্ধ করন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক পাট অধিদপ্তরের যুগ্ম-সচিব দীপক কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, কৃষিকর্মকর্তা হোসেন শহীদ সরওয়ারদী।এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, আলমগীর সফিউল্লাহ প্রমুখ।পাট উন্নয়ন উপসহকারী ইসমাইল হোসেন জানান যে উপজেলার ১০০ জন কৃষক এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।প্রধান অতিথি বলেন পাট একটি অর্থকারী ফসল।বিশ্বের সবচেয়ে উন্নত পাট বাংলাদেশে উৎপন্ন হয়। উন্নত পাটবীজ বিদেশ থেকে আমদানি করতে হয়।তাই বাংলাদেশ কৃষি বান্ধব সরকার উদ্যোগ নিয়েছে পাটবীজ দেশেই উৎপাদন করতে হবে।তাহলে পাটচাষে দেশ স্বয়ংসম্পূর্ণ লাভ করবে এবং দেশ সমৃদ্ধি লাভ করবে।