আলমডাঙ্গায় গভীর রাতে বাল্যবিবাহ, বিনা নিমন্ত্রণে হাজির পুলিশ

তানভীর সোহেল, প্রতিবেদক, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা): গভীর রাতে বাল্যবিবাহ পন্ড করেছে পুলিশ। রোববার রাত ১২ টার দিকে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ ফাঁড়ি ফাঁড়ি এএসআই লিয়াকত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়। এসময় কনের বাড়ির লোকজন পুলিশের উপস্থিতি টের পেয়ে ভো-দৌড় দেয়।

জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামের মনিরুল ইসলামের মেয়ে আঁখি খাতুন ফরিদপুর এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।

সন্ধ্যা থেকে উপজেলার বাড়াদী ইউনিয়নের গোপালনগর গ্রামের লাল্টুর বাড়িতে একই ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের ছেলের সাথে বিবাহের আয়োজন করে। এই খবর আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার লিটন আলীর নিকট পৌছালে তিনি মুন্সিগঞ্জ পুলিশ ফাড়িকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পরে বাড়িতে অভিযান চালায় মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কনের পরিবারের লোকজন ও বর পক্ষের ঘটক নতিডাঙ্গা গ্রামের মঞ্জু পুলিশের উপস্থিতি টের পেয়ে ভৌ-দৌড় দেয়। এসময় ফাঁড়ি পুলিশ মেয়ের জামাই লাল্টুর নিকট থেকে ১৮ বছর আগে বিবাহ দিতে পারবে না এই মর্মে মুচলেকা লিখে ছেড়ে দেয়।