আলমডাঙ্গার ভাই ভাই ট্রেডার্স ও মেসার্স হাজী ট্রেডার্স মালিকদের লোকঠকানোয় ভ্রাম্যমান আদালতের জরিমানা

এন এইচ শাওন আলমডাঙ্গা

বুধবার বেলা ১ টার সময় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় গোপন সংবাদের ভিত্তিতে এক ভ্রাম্যমান অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মূল্য তালিকা থেকে দাম বেশি নেয়ায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৫০০০ টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, আলমডাঙ্গা লাল ব্রিজসংলগ্ন ‘ভাই ভাই ট্রেডার্সের সারের দোকানে অতিরিক্ত মূল‍্য নিয়ে লোক ঠকানোয় ৩৪-৪০ ধারা মোতাবেক ২৫০০ টাকা জরিমানা করে।

অপরদিকে কামালপুর মেসার্স হাজী ট্রেডার্স’ মালিক সাইদুর রহমান সাকের এর সার ও কীটনাশকের দোকানে সরকার নির্ধারিত মূল্য থেকে বেশি নিয়ে ক্রেতাকে ঠকানোর দায়ে ২৫০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন আলমডাঙ্গা ভূমি কর্মকর্তা নাহিদা সুলতানা। সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা থানা ফোর্স।

ভ্রাম্যমাণ অভিযান কালে ভূমি কর্মকর্তা নাহিদা সুলতানা বলেন, সরকার কর্তৃক কৃষি খাতে যে প্রণোদনা দিয়ে আসছে এবং সরকার নির্ধারিত মূল্য থেকে অধিক নিলেই জরিমানা করা হবে। যেখানে এমন অপরাধ হবে সেখানেই আমরা একশনে যাবো।ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।