আলমডাঙ্গার নাগদাহে বিএডিসি ডিলার না থাকায় ভোগান্তিতে কৃষকরা

আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নাগদাহে বিসিআইসির ডিলার থাকলে নেই কোন বিক্রয় কেন্দ্র অপরদিকে বিএডিসি ডিলার না থাকায় ভোগান্তিতে পড়েছে নাগদাহ ইউনিয়নের কৃষকরা। বেশি দামে সার কিনতে হচ্ছে এই এলাকার কৃষকদের। বিসিআইসির ডিলার ও কিছু সিন্ডিকেটের কবলে এই এলাকার হতদরিদ্র কৃষকরা। আলমডাঙ্গা কৃষি অফিস সূত্রে জানাগেছে কৃষকদের ন্যায্যমূল্যে সার বিক্রির জন্য প্রতিটি ইউনিয়নে একজন করে বিসিআইসির সার ডিলার আছে ও উপজেলায় মোট ২৫ জন বিএডিসি বীজ ও সার ডিলার আছে। কিন্তু সরেজমিনে দেখা গেছে আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের সার ডিলার কৃষি কল্যান নাগদাহ ইউনিয়নে সার বিক্রি না করে আলমডাঙ্গা উপজেলা পরিষদের সামনে একটি দোকান নিয়ে খুচরা সার বিক্রি করছেন। ওপর দিকে নাগদাহ ইউনিয়নের বিএডিসি বিজ ডিলার আবদার আলী জানান আমি বিএডিসি বীজ ডিলার হতে সার ডিলার লাইসেন্সের জন্য ২০২০ সালে আবেদন করি পরবর্তীতে আলমডাঙ্গা কৃষি অফিস ও জেলা সার বীজ মনিটরিং কমিটি কর্তৃক অনুমোদিত হয়ে বিএডিসি কুষ্টিয়া অঞ্চলে আমার জামানত প্রদান করেও লাইসেন্স পাইনি। আমার এলাকার সার সংকট ও ন্যায্যমূল্যে সার বিক্রির জন্য বহুবার অনেক জায়গায় চেষ্টা করেও আমার লাইসেন্স পাইনি। এ বিষয়ে আলমডাঙ্গার নাগদাহের কৃষক হাসান আলী বলেন, আমরা ন্যায্যমূল্যে কোন সার পায় না সবকিছু আমাদের বেশি দামে কিনতে হয়। এইভাবে সারের কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি করলে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবো। তিনি আরো বলেন, নাগদাহ ইউনিয়নের সার ডিলারের প্রতিষ্ঠান না থাকায় আমাদের বাইরে থেকে সার নিয়ে আসতে হয়। চলতি মরসুমে টিএসপি সারের কৃত্রিম সঙ্কটের অজুহাত সৃষ্টি করে বিসিআইসির ডিলাররা টিএসপি সারের দাম বাড়িয়েছে বস্তা প্রতি ১৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত। সরকার নির্ধারিত মূল্যে টিএসপি সার কিনতে পারছেন না তারা। কৃষকদের দাবি, ডিলাররা অতিরিক্ত অর্থ উপার্জনে সিন্ডিকেটের মাধ্যমে সারের কৃত্রিম সঙ্কট তৈরি করে কৃষকদের বেশি দামে সার কিনতে বাধ্য করছে। আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের কৃষকদের দাবি অতিদ্রুত এই ইউনিয়নে বিএডিসি সার ডিলার দিয়ে কৃষকদের ন্যায্যমূল্যে সার ক্রয়ের সু ব্যাবস্থা করা হোক। এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন বলেন, নাগদাহ ইউনিয়নের বিসিআইসির সাব সেন্টার বিদ্যমান আছে, কৃষকদের কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে।