আলমডাঙ্গার দুর্ধর্ষ সন্ত্রাসী সাইদ মালিতা অস্ত্র সহ গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী সাইদ মালিতাকে গ্রেফতার করেছে র্যা ব। বুধবার সকালে উপজেলার তিয়রবিলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তলসহ গোলাবারুদ। গ্রেফতারকৃত সাঈদ মালিতা তিয়রবিলা গ্রামের আলাউদ্দিন মালিতার ছেলে। র্যা ব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রায় ৬ বছর পালিয়ে থাকার পর র্যা বের হাতে ধরা পড়েছে দুর্ধর্ষ সন্ত্রাসী সাইদ মালিতা। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড তাজা গুলি, একটি চাপাতি, দু’টি মোবাইল সেট এবং দু’টি সিমকার্ড। সাইদ মালিতার বিরুদ্ধে আলমডাঙ্গা ও ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানায় হত্যাসহ অন্তত ১০টি মামলা রয়েছে। সে ২০১৫ সাল থেকে আইন শৃংখলাবাহিনীর মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত আসামি। সাইদ এলাকায় টাইগার নামে পরিচিত ছিল। চাঁদাবাজি, অপহরণ, হত্যা, গুম এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল সে। শুধু আলমডাঙ্গা থানায় তার বিরুদ্ধে চারটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে র্যা ব জানায়।