আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত অভিযান ৫ টি প্রতিষ্ঠানে জরিমানা 

আলমডাঙ্গা অফিসঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চাউল, ডাল, গোখাদ্য বিক্রয়কারী ৫ টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ।
 সোমবার(২২ জানুয়ারি) সকাল থেকে শহরের চাউল বাজার, পুরাতন বাজার ও ডামোস অটো রাইল মিলে অভিযান চালান।
জানাগেছে, আলমডাঙ্গা সহকারি কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা  নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ, চুয়াডাঙ্গা ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ, জেলা পাট অধিদপ্তরের পরিদর্শক আসাদুজ্জাুমান, আলমডাঙ্গা পৌর সভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, উপসহকারি কৃষি কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ আলমডাঙ্গা চাউল বাজারে যৌথ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা কালে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিককে বেশি দামে চাউল বিক্রয় করতে নিষেধ করে। পরে চাউল বাজারের মেসার্স সাইম খাদ্য ভান্ডারের মালিক  জাহিদুল ইসলামকে চাউলে পাট জাত দ্রব্য ব্যবহার না করার অপরাধে ১ হাজার টাকা, একই অপরাধে মেসার্স আজিবার  রহমান ট্রেডার্সের মালিক আশরাফুল হক মুক্তারকে ১ হাজার টাকা জরিমানা করেন। পরে শহরের পুরাতন বাজারের বেশ কয়েকটি চাউল, ভূষি, ডাল বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালান। অভিযানে মেয়াদোত্তীর্ণ আটা, ভূষি, ও গোডাউনের ভিতরে ময়লা থাকায় মেসার্স লক্ষী ভান্ডারের মালিক অসিত কুমার ঘোষকে ভোক্তাধিকার আইনে ৩০ হাজার টাকা, মেসার্স বিশ্বাস ট্রেডার্সের মালিক রুবেল  বিশ্বাসকে ৩ হাজার ও আবদার আলীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় আলমডাঙ্গা থানার এসআই মারজান আল মোনায়েম, এসআই আমিনুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।