আলমডাঙ্গাউপজেলা ও পৌর আওয়ামী লীগের  নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে এমপি ছেলুন

চুয়াডাঙ্গা ১ আসনের পরপর ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি বীর  মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গায় দলীয় নেতাকর্মিদের সাথে মতবিনিময় সভা করেছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে ৪র্থ বার চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহনের পর প্রথম আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মিদের সাথে মতবিনিময় সভা করেন। বৃহস্পতিবার(১৮ জানুয়ারি) সকাল ১১টায় আলমডাঙ্গায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের পরপর ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি বীর  মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। 
এসময় তিনি নেতাকর্মিদের ধন্যবাদ জানিয়ে বলেন, আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্যই নৌকা প্রতিক জয় লাভ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার গঠন করেছে। তিনি বলেন, এই এলাকার অসমাপ্ত কাজগুলো দূরত্ব   সমাপ্ত করা হবে। চুয়াডাঙ্গা জেলার মানুষ শান্তি প্রিয়। এরা শান্তিতে বসবাস করে  আসছে। কেউ অশান্তি সৃষ্টি করতে আসলে তাকে ছেড়ে দেওয়া হবে না।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌর সভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ্জামান লিটু বিশ্বাস, সাবেক বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সাবেক নির্বানি সদস্য শাহ আলম, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, সাবেক উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামীলীগের সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম অপু মোল্লা, রিপন হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুর রহমান পিন্টু, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল,ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, মাহমুদুল হাসান চঞ্চল, শেখ আশাদুল হক মিকা,এজাজ ইমতিয়াজ জোয়ার্দ্দার বিপুল, মোজাহিদুর রহমান লোটাস, তাফসির আহমেদ মল্লিক লাল, মোকলেছুর রহমান শিলন। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন বাবলু, মোস্তাফিজুর রহমান রুন্নু, উপজেলা কৃষকলীগের সভাপতি এম আজিজুল হক, আলমডাঙ্গা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি রিয়াজ উদ্দিন, বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সাহাবুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে জয়নাল আবেদিন, হাসানুজ্জামান হান্নান, আব্দুল হান্নান মাস্টার, রাহাব, বীর মুক্তিযোদ্ধা দিদার, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নান্টু,আব্দুর রাজ্জাক, মকবুল, শহিদুল হক লাল্টু, বিল্লাল গণি, মিজানুর রহমান জমির, রুবেল আহমেদ, ডা: ডেভিট, জিনারুল ইসলাম বিশ্বাস, নান্নু, সোহাগ, জাহাঙ্গীর মেম্বার, , পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে কামাল হোসেন, সোনা উল্লাহ, মাহবুব আলম, কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, দ্বিনেশ কুমার, জাহাঙ্গীর আলম, আক্তারুজ্জামান, দেলোয়ার মোল্লা, সিরাজুল, লাভলু, মোল্লা দেলোয়ার, আওয়ামীলীগ নেতা নূর নবী হিরক, উপজেলারযুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহিন রেজা শাহিন, পৌর যুবলীগের আহবায়ক আসাদুল হক ডিটু, যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য মনিরুজ্জামান হিটু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পরিষদের উপজেলা সভাপতি নেছার আহমেদ প্রিন্স, যুবলীগ নেতা সৈকত খান, বুলবুল, পাপন রহমান, রকি, অটাল, শুভ, নুর আলম, মিরাজুল ইসলাম রঞ্জু, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাকিব, মশিউর প্রমুখ।