আমেরিকা কোনো নির্দিষ্ট দলের পক্ষ নেয়নি : ব্রায়ান শিলার

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার বলেছেন, আমেরিকা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনকে সমর্থন করে। আমেরিকা চায়, বাংলাদেশের জনগণ তাদের নেতা নির্বাচন করুক। কোনো নির্দিষ্ট দলের পক্ষে আমেরিকা অবস্থান নেয়নি। বুধবার (১৮ অক্টোবর) সকালে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন তিনি।

এর আগে ভারতীয় একটি সংবাদ মাধ্যমে বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের জন্য আমেরিকার তৎপরতার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। যা প্রসঙ্গে মার্কিন দূতাবাসের কাছে প্রশ্ন করা হয়েছিল, আন্তর্জাতিক শৃঙ্খলায় বিশ্বাসী আমেরিকা কীভাবে অন্য একটি স্বাধীন ও সার্বভৌম দেশের ক্ষেত্রে এ ধরনের তৎপরতা চালাতে পারে?

এই প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেন, ‘আমেরিকা এই বিষয়ে অবগত। উপসহকারী মন্ত্রী আফরিন আক্তার গত মঙ্গলবার (১৭ অক্টোবর) বলেছেন, আমেরিকা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনকে সমর্থন করে। নির্বাচন শুধু ভোটের দিনে কীভাবে পরিচালিত হয় তা নয়, বরং নাগরিক সমাজ, গণমাধ্যম এবং অন্যান্য অংশীদারদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধে অংশগ্রহণ করার সুযোগ দেয়।’

তিনি বলেন, ‘মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, রাষ্ট্রদূত পিটার হাস এবং অন্য কর্মকর্তরা অনেকবার বলেছেন, আমরা বাংলাদেশে কোনো একটি দলের পক্ষ নেই না, বা এখানে বিশেষ পছন্দও নেই। আমরা চাই, বাংলাদেশের জনগণ তাদের নিজেদের নেতা নির্বাচন করতে পারুক।’