আবারও বর্বর পুলিশ, গলায় সাপ জড়িয়ে জেরা

গলায় সাপ জড়িয়ে, পিছনে হাত বেঁধে চলছে পুলিশের জিজ্ঞাসাবাদ, ভিডিও থেকে নেয়া ছবি।
এই আমার দেশ ডেস্ক : গলায় সাপ জড়িয়ে, পিছনে হাত বেঁধে চলছে পুলিশের জিজ্ঞাসাবাদ। ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে ধারণ করা এমন ভিডিও ভাইরাল হয়েছে বিশ্বজুড়ে। এ অমানবিক কাজের নিন্দা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধিক্কার জানাচ্ছে সারা বিশ্বের মানুষ। বিবিসি।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত মোবাইল চোরের হাত পেছন দিকে বাঁধা৷ তার গলায় লম্বা সাপ জড়ানো৷ সাপের মুখ ছেলেটির মুখের কাছে৷ ভয়ে চিৎকার করছে ছেলেটি৷ ছেড়ে দেওয়ার কাতর আর্জি জানাচ্ছে৷ কিন্তু ছেলেটির আবেদনে কোনও ভ্রূক্ষেপ নেই কারোর৷ লক আপে দাঁড়িয়ে সেই দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে ও হাসছে পুলিশ অফিসাররা৷

জানা গেছে, ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে অপরাধীদের জেরার ক্ষেত্রে এরকম অমানবিক পদ্ধতির প্রয়োগ সাধারণ ব্যাপার৷ তবে এবারের ঘটনা সামাজিক মাধ্যম হয়ে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়ায় চাপে পড়েছে ইন্দোনেশিয়ার পুলিশ৷ দ্রুত অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তারা।

পাপুয়া ও পশ্চিম পাপুয়াতে অপরাধীদের জেরার ক্ষেত্রে সাপের ব্যবহার বন্ধের দাবিতে অনেকদিন ধরেই সোচ্চার মানবাধিকার কর্মীরা৷ তবে এবারের ঘটনায় আলোড়ন সৃষ্টি হওয়ায় ক্ষমা চেয়েছে ইন্দোনেশিয়া পুলিশ৷

বিবৃতি দিয়ে পুলিশ বলেছে, তদন্তকারী অফিসার পেশাদারিত্বের পরিচয় দেননি৷ এই ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷