আপিলেও খালেদা জিয়ার প্রার্থিতা বাতিল

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিনটি আসনেই মনোনয়ন বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনারদের সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে খালেদা জিয়ার প্রার্থিতা বাতিল হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পাঁচ নির্বাচন কমিশনারের চারজনই বেগম জিয়া নির্বাচন করতে পারবেন না বলে মত দিয়েছেন। শুধুমাত্র নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বেগম জিয়ার নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন। সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে বেগম জিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে।

বগুড়া-৬, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে নির্বাচন করার জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন বিএনপি। দুর্নীতির অভিযোগে দণ্ডপ্রাপ্ত থাকায় তিন আসনেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তিনি বেগম জিয়ার মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করে বিএনপি। আজ দুপুর সাড়ে বারোটার দিকে তার আপিলের শুনানি শুরু হয়। প্রায় আধা ঘণ্টার শুনানি শেষে তার আপিলের সিদ্ধান্ত স্থগিত করে ইসি। আজ বিকেল ৫টার পর সিদ্ধান্ত জানানো হবে।

বিএনপি সূত্রে জানা গেছে, বেগম জিয়ার আইনজীবীরা তাঁর মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আদালতে আপিল করবেন।