আন্তর্জাতিক নদী রক্ষা দিবস উপলক্ষে কলাপাড়ায় মানববন্ধন

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ কলাপাড়ায় আন্তর্জাতিক নদী রক্ষা দিবস উপলক্ষে নদীর অধিকার রক্ষা ও নদী দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে আন্ধারমানিক নদী সুরক্ষা কমিটি। শনিবার বেলা সাড়ে এগারটায় পানি যাদু ঘরের সহযোগিতায় আন্তর্জাতিক নদী রক্ষা দিবস উপলক্ষ্যে কলাপাড়া প্রেসক্লাবের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ মাননু, আন্ধারমানিক নদী সুরক্ষা কমিটির সদস্য সচিব জয়নাল আবেদীন, সদস্য লাইলী বেগম, সবিতা রানী, লিপী মিত্র ও বাচ্চু ডাক্তার প্রমুখ। মানববন্ধনে প্রায় অর্ধশতাধিক মানুষ অংশগ্রহন করেন। বক্তারা আন্ধার মানিক নদী খনন, নদী তীরের অবৈধ দখল বন্ধ করা, বেড়িবাধের ¯øুইজ মেরামত, কৃষি জমির অভ্যন্তরে সকল শাখা খাল খনন করে কৃষি উদপাদনে সহযোগিতা করা, সকল খাস পুকুরগুলো খনন করে মাষ্টি পানির সংরক্ষন নিশ্চিত করা, নদী ও জলাশয় রক্ষাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।