আনোয়ারায় নির্বাচনী সংঘর্ষে নিহত ওঁমকার হত্যায় জড়িত ২ আসামি আটক

মোঃ জাবেদুল ইসলাম, আনোয়ারা

আনোয়ারা উপজেলায় নির্বাচনী সহিংসতায় ওঁমকার দত্ত (৩৬) হত্যা মামলার ২ আসামিকে আটক করেছেন পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে খাগড়াছড়ির মানিকছড়ির ভারত সীমান্ত এলাকা থেকে আসামিদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা আসামিরা হলেন, রণজিৎ সরকার মনা (৪৫) ও রিটন সরকার (৪০)।

উল্লেখ, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ৫ জানুয়ারি চাতরী ইউনিয়নের সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় মেম্বার প্রার্থী রঘুনাথ শিকদার এবং নাজিম উদ্দীনের সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আপেল প্রতীকের মেম্বার প্রার্থীর সমর্থকরা ওঁমকার দত্ত পিটিয়ে হত্য করে। ৬ জানুয়ারি রাতে ওমকারের পিতা বাদী হয়ে মেম্বার রঘুনাথ সরকারসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ গতকাল দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বাকী দুই আসামি রঘুনাথ সরকার ও নিশান বড়ুয়া পলাতক রয়েছে। তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আজ তাদের আদালতে সোপর্দ করা হবে। বাকি দুই আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।