আজ দেশে আসছে করোনা টিকার দ্বিতীয় চালান

নিজস্ব প্রতিবেদকঃ আজ সোমবার (২২ শে ফেব্রুয়ারি) বাংলাদেশে আসছে করোনা টিকার দ্বিতীয় চালান। আজকে রাত ১১ টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে ২০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন (টিকা)।

বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা জানান, স্পাইস জেটের একটি বিমানে এই করোনার টিকা আসবে। ভারতের সেরাম ইন্সটিটিউটের কাছ থেকে তিন কোটি করোনার টিকা কিনেছে বাংলাদেশ। বেক্সিমকো এই টিকার সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।

২০২১ সালের ২৫ শে জানুয়ারি প্রথম চালানে ৫০ লাখ ডোজ করোনার টিকা বাংলাদেশে এসেছিল। এর আগে উপহার হিসেবে ভারত ২০ লাখ ডোজ করোনার টিকা প্রদান করেছিল বাংলাদেশকে।

২০২১ সালের ২৭ শে জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নার্স রুনু ভেরোনিকা কস্তাকে টিকা দেয়ার মাধ্যমে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছিল। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালিভাবে সংযুক্ত হয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছিলেন। এরপর রবিবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশে শুরু হয় গণ টিকাদান কর্মসূচি এবং এটি এখনো চলমান রয়েছে।