আজ থেকে ছয় জেলায় বিএনপির সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বুধবার দেশের ৬ জেলায় সমাবেশ করবে দলটি। এগুলো হচ্ছে টাঙ্গাইল, হবিগঞ্জ, যশোর, বগুড়া, দিনাজপুর ও ব্রাহ্মণবাড়িয়া।

আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত একই দাবিতে ৩২টি জেলায় সমাবেশ করবে বিএনপি। এসব সমাবেশে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

প্রত্যেক জেলার জন্য পৃথক কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটিতে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক পদাধিকারবলে অন্তর্ভুক্ত থাকবেন।

এছাড়া কেন্দ্রের নির্দেশনায় বলা হয়েছে- সংশ্লিষ্ট জেলার জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা সমাবেশকে সফল করতে জেলা নেতাদের সহযোগিতা করবেন। প্রতিটি টিমে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবেন।

এসব জেলায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে টাঙ্গাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান; হবিগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক; যশোরে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান; বগুড়ায় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু; দিনাজপুরে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা মিজানুর রহমান মিনু এবং ব্রাহ্মণবাড়িয়ায় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া উপস্থিত থাকবেন।

এর আগে খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সারাদেশে মানববন্ধন, বিভাগীয় সমাবেশ, গণঅনশন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করেছে বিএনপি।

এসব কর্মসূচি শেষ করে গত ৬ ডিসেম্বর দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে একই দাবিতে সারাদেশে জেলা পর্যায়ে সমাবেশ কর্মসূচি গ্রহণ করেন। আগামী শুক্রবার খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ৬ জেলা, রোববার ৬ জেলা, মঙ্গলবার ৭ জেলা ও বৃহস্পতিবার ৭ জেলায় সমাবেশ করবে বিএনপি।