আজ তাহিরপুর মুক্ত দিবস

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
আজ ৪ ডিসেম্বর তাহিরপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের ৪ঠা ডিসেম্ভর এই দিনে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে সম্মূখ যুদ্ধে পরাজিত হয়ে তাহিরপুর ছেড়ে পালিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী । এ উল্লেখ্য আজ ৪ ঠা ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে এ উল্লেখে তাহিরপুর মুক্ত দিবস পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার হাসান-উদ-দৌলা,থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাহিদ,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাসার প্রমূখ।সভা সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান ওয়াহিদ খসরু চৌধুরী প্রমুখ।