আগুন যেনো ঢাকাকে ছাড়তে চাইছে না

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্তব্যরত অপারেটর কামরুল হাসান জানান, রোববার বেলা ১২টা ১০ মিনিটে দীপ্ত টিভির পাশে ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা।

তেজগাঁ ফায়ার স্টেশনের ফায়ারম্যান আজাহার বলেন, তাদের চারটি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।  

“সকাল থেকেই রেললাইনের পাশে বস্তিতে উচ্ছেদ অভিযান চলছিল। এর মধ্যে বস্তির আবর্জনার স্তূপে হঠাৎ আগুন লাগে এবং পরে তা ছড়িয়ে পড়ে।“

প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করলেও পরে পরিস্থিতি বিবেচনায় আরও দুটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয় বলে আজাহার উদ্দিন জানান।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।