আক্কেলপুরে জনস্বাস্থ্যক্ষতিকর খেজুর রসের ভেজাল পাটালী গুড়

মজেবা উদ্দনিঃ আক্কেলপুর (জয়পুরহাট)ঃ জয়পুরহাটের আক্কেলপুরে সকল বাঙ্গালীজাতী হিসেবে ভোজন ও রসনা তৃপ্তিতে অনেকটা এগিয়ে। সব চেয়ে বেশি রসনা তৃপ্তীর মক্ষম সময় শীত। শীত কালের শীতের আগমন দরজায় এসেছে। এ সময় নতুন ধানের নতুন চালে তৈরী মুড়ি, সেই মুড়ির সাথে রোদে বসে খেজুর রসের পাটালী গুড়খাবেরর স্বাদই আলাদা। তৈরী হয় মোয়া,খেজুর রসের গুড় দিয়ে তৈরী ভাপা, রসাল পিঠাপুলি খেজুর গুড়ের সন্দেশ ,পায়েস সহ নানা রসনার খাবার বাড়ি বাড়ি তৈরী হয়ে থাকে। এ সব খাবার তৈরীতে প্রধান উপকরণ হিসেবে খেজুর গুড় ও দুধ অপরিহার্য। সেই খাবার বেশি সুস্বাদু করণে ব্যবহিৃত সেই খেজুর রসের তৈরী পাটালী গুড় বাজারে ওঠতে শুরু করেছে। সরজেমনিে দখো গছে,েশুরুতেই বাজার দখল করেছে নকল ও ভেজাল গুড়। বাজারে খেজুর রসের পাটালী আসল গুড় চেনা ও মেলানো ভার। খেজুর রসের গুড়ের মতো করে তৈরী হয়। এ বিষয়ে গাছিরা অতি অভিজ্ঞ। খেজুর রসের গুড়ের ঘ্্রাণ করতে গাছিরা কিছুটা খেজুর রসের সাথে চিনি, চিটা, ও মানব দেহের জন্য ক্ষতিকারক রং,ও ফ্রেভার হিসেবে কেমিক্যাল পদার্থ একত্র করে জ্বালদিয়ে খেজুর রসের পাটালী গুড় বানাচ্ছেন গাছিরা।তারা ভেজাল খেজুর গুড়কে আসল খেজুর গুড় হিসেবে হাট বাজারে পাইকারী হিসেবে বিক্রী করছেন ববসায়ীদের কাছে।এ সব ভেজাল গুড় অল্প দামে কিনে ব্যবসায়ীরাঅধিক মুল্য বিক্রী করছেন। ভোক্তাদের নিকট। এক কেজি চিনির দাম ৫৪ টাকা সেখানে এক কেজি খেজুর গুড় তৈরী করে প্রতিকেজি ১’শ ২০ টাকা কেজি দলে বিক্রী করছেন ওই সকল চক্র।