আওয়ামী লীগ নেতার ছেলের দোকান ঘর দখল করে নিজ কার্যালয় করলো কাউন্সিলর

মোঃ মনিরুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইমরান সরদার আওয়ামী লীগ নেতার ছেলের দোকান ঘর দখল করে নিজের অফিস ঘর করেছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা আব্দুল বারেক শেখ সংসদ সদস্য বরাবর লিখিত অভিযোগ করেছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে পৌরসভার বাতিখালী গ্রামের মৃত কালু শেখের ছেলে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক শেখ পৌরসভার সামনে তার ছোট ছেলে রেজাউলকে একটি চায়ের দোকান করে দেয়। উক্ত চায়ের দোকানের মাধ্যমে পরিবার পরিজন নিয়ে রোজাউল জীবিকা নির্বাহ করে আসছিল। চলমান লকডাউনের কারনে দোকান ঘরটি বেশ কিছুদিন বন্ধ রাখা হয়।

এ সুযোগে ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ইমরান সরদার কোন নোটিশ প্রদান কিংবা অবহিত না করে মঙ্গলবার সকালে আওয়ামী লীগ নেতার ছেলে রেজাউলের দোকান ঘরটি দখল করে সেখানে নিজ কার্যালয়ের সাইনবোর্ড টাঙিয়ে দেয়। এ নিয়ে কাউন্সিলরের সাথে বাক বিতন্ডা ও কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে বিভিন্ন ধরণের হুমকি দিলে আওয়ামী লীগ নেতা নিরুপায় হয়ে এব্যাপারে কাউন্সিলরকে বিবাদি করে সংসদ সদস্য বরাবর লিখিত অভিযোগ করেন। সংসদ সদস্য এব্যাপারে তদন্ত পূর্বক বিষয়টি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য প্যানেল মেয়রের উপর দায়িত্ব অর্পন করে। এব্যাপারে জানতে চাইলে কাউন্সিলর ইমরান সরদার জানান দোকান ঘরের জায়গাটি দীর্ঘদিন পতিত অবস্থায় ছিল এবং জায়গাটি পৌরসভার হওয়ায় মেয়রের অনুমতি নিয়ে উক্ত জায়গায় নিজ কার্যালয় করা হয়েছে। পৌরসভা প্রতিষ্ঠার পর ইতো পূর্বে কোন কাউন্সিলর এ ধরণের কোন কার্যালয় করেনি বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান। বিষয়টি নিষ্পত্তির লক্ষে উভয়কে নিয়ে বসাবসির কথা রয়েছে বলে এ রিপোর্ট লেখা পর্যন্ত প্যানেল মেয়র শেখ মাহমুবুর রহমান রঞ্জু জানান।