অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নাদাল

এই আমার দেশ ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। শেষ চারে সহজেই গ্রিসের স্তেফানোস সিসিপাসকে হারিয়েছেন দ্বিতীয় বাছাই স্প্যানিশ তারকা। বৃহস্পতিবার মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় প্রতিরোধই গড়তে পারেননি চতুর্থ রাউন্ডে রজার ফেদেরারকে হারিয়ে চমক সৃষ্টি করা সিসিপাস।

২০০৭ ইউএস ওপেনে নোভাক জোকোভিচের পর সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে ওঠা ২০ বছর বয়সী এই খেলোয়াড়কে এক ঘণ্টা ৪৬ মিনিটে ৬-২, ৬-৪, ৬-০ গেমে উড়িয়ে দেন নাদাল।

এ নিয়ে ক্যারিয়ারে পঞ্চমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে খেলবেন ৩২ বছর বয়সী এই খেলোয়াড়। ফাইনালে ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী নাদালের প্রতিপক্ষ শীর্ষবাছাই সার্বিয়ার নোভাক জোকোভিচ বা ফ্রান্সের লুকা পুইয়া। আজ অপর সেমিফাইনালে মুখোমুখি হবেন তারা।

নারী এককে টানা দ্বিতীয় গ্র্যান্ড স্লামের ফাইনালে পৌঁছেছেন জাপানের নাওমি ওসাকা। সেমিফাইনালে সপ্তম বাছাই ক্যারোলিনা প্লিসকোভাকে ৬-২, ৪-৬, ৬-৪ গেমে হারান ২১ বছর বয়সী ইউএস ওপেন চ্যাম্পিয়ন ওসাকা। ফাইনালে তার প্রতিপক্ষ চেক রিপাবলিকের পেত্রা কিভিতোভা।