অস্ট্রেলিয়ার ওষুধের বাজারে প্রবেশ করতে যাচ্ছে রেনাটা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিাকভুক্ত দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা লিমিটেড অস্ট্রেলিয়ার ফার্মাসিউটিক্যালস বাজারে প্রবেশের অনুমতি পেয়েছে।

রেনাটা তাদের গর্ভনিরোধক পিল লেভোনরজেস্ট্রেল ১.৫০ মিলিগ্রাম নিয়ে দেশটির বাজারে প্রবেশ করবে, যা নোভেলা-১ নামে বাজারজাত করা হবে।

এই বিষয়ে রেনাটা লিমিটেডের কোম্পানি সেক্রেটারি জুবায়ের আলম বলেন, ‘আমরা অস্ট্রেলিয়ার বাজারের জন্য তিনটি পণ্য নিবন্ধন করেছি। এর মধ্যে একটির অনুমোদন পেয়েছি এবং দুটি অপেক্ষমাণ তালিকায় আছে।’

তিনি আশা প্রকাশ করেন, ‘আমরা আরও চারটি ওষুধ নিবন্ধন করব। সবগুলোর অনুমোদন পেলে আগামী দুই-তিন বছরের মধ্যে দেশটিতে আমাদের বার্ষিক রপ্তানি ৪০ থেকে ৫০ লাখ ডলারে পৌঁছাবে। রেনাটা বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশে ভালো কিছু করার প্রত্যাশা করছে।’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানিয়েছে, গত ১৮ বছর ধরে অস্ট্রেলিয়ার সব ফার্মেসি ও সুপারমার্কেটে ওষুধ সরবরাহ করছে নোভা ফার্মাসিউটিক্যালস অস্ট্রেলেশিয়া প্রাইভেট লিমিটেড। তারাই অস্ট্রেলিয়াতে রেনাটার ওষুধ বাজারজাত করবে।