রিফাত হত্যায় জড়িত বলে স্ত্রী মিন্নিকে গ্রেপ্তার: পুলিশ

নিজস্ব প্রতিবেদক: বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
বরগুনা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

রাত সাড়ে ৯টার দিকে বরগুনার পুলিশ সুপার জানান, জিজ্ঞাসাবাদে রিফাত হত্যাকাণ্ডের সঙ্গে মিন্নির সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

পুলিশ সুপার মো. মারুফ হোসেন সাংবাদিকদের বলেন, মিন্নিকে মামলার তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করেছেন। রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। 


এর আগে সকালে রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জবানবন্দি রেকর্ড ও তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ লাইনে নেয়া হয়।
মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে বরগুনা পৌর শহরের মাইঠা এলাকার মিন্নির বাবার বাড়ি থেকে তাকে পুলিশ লাইনে নেয়া হয়।
মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর এ কথা জানান। তিনিও মিন্নির সঙ্গে পুলিশ লাইনে গেছেন।
মিন্নির বাবা বলেন, আসামি শনাক্ত করার কথা বলে সকালে পুলিশের একটি দল মিন্নিকে পুলিশ লাইনে নিয়ে আসে