অবশেষে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পাওয়ায় খুশি নওগাঁ ও সান্তাহারবাসী

নেহাল আহম্মেদ প্রান্ত, নওগাঁ জেলা প্রতিনিধি ঃ অবশেষে মুজিব বর্ষে, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকে পঞ্চগড় থেকে ঢাকা রুটে চলাচলকারি সেমি-বিরতীর পঞ্চগড় আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে নিয়মিত যাত্রা বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেন চালুর ছয় মাস পর বৃহত্তম জংশন স্টেশন সান্তাহারে যাত্রা বিরতি দেওয়ায় উচ্ছসিত সান্তাহার ও নওগাঁসহ আশপাশের যাত্রীরা। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটি এই ঘটনাটিকে তাদের আন্দোলনের বিজয় হিসাবে অবিহিত করেছেন। এজন্য ওই কমিটি গতকাল শুক্রবার বিকেলে সান্তাহার স্টেশনে এক আনন্দ সমাবেশ করার পাশাপাশি মিষ্টি ও ফুল বিতরণ করেছেন। বিকাল ৫টা ৫মিনিটে ট্রেনটি এই জংশন স্টেশনে পৌঁছলে বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ ট্রেনের চালক-সহকারি চালক ও পরিচালক-সহকারি পরিচালকদের ফুলের তোড়া এবং সাধারণ যাত্রীদের রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে শুভেচ্ছা জানানো এবং মিষ্টি মুখ করানো হয়। গত বছরের ২৫মে ট্রেনটি উদ্বোধনের এক সপ্তাহ পুর্বে থেকে যাত্রা বিরতি দাবীতে মানববন্ধন, ট্রেন অবরোধসহ নানা কর্মসুচির মাধ্যমে আন্দোলন করা হয়েছিল। এরই এক পর্যায়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক সান্তাহার এসে আন্দোলনকারীদের সাথে বৈঠক করে ছয় মাসের মধ্যে ওই ট্রেনের যাত্রা বিরতি দেওয়ার প্রতিশ্রুতি দিলে আন্দোলন স্থগিত করা হয়। এদিকে স্টেশনে ট্রেনটির তিন শ্রেণীর ১৪১টি আসন বরাদ্দ দেয়া হয়েছে। প্রথম দিনেই বিক্রি হয়ে গেছে সব টিকিট। অপরদিকে বহু প্রত্যাশিত ট্রেনটির যাত্রা বিরতি দেওয়ার জন্য যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রেলমন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে অভিনন্দন ও কৃতঙ্গতা জানিয়েছেন।