অপরাধী আমার দলের কেউ হলেও ছাড়ব না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপরাধী কোন দলের, কে কোন দল করে, সেটা আমি বিচার করি না। আমি অপরাধীকে সবসময় অপরাধী হিসেবেই দেখি। সে যদি আমার দলেরও লোক হয়, সমর্থক হয় তাকে আমি ছাড়িনি, ছাড়বো না। এটা আমার নীতি।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট হারুন-অর রশিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, এরইমধ্যে ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনা তদন্ত করে দোষীদের গ্রেফতার করা হয়েছে। আসলে বিষয়টা কী, সেটা খতিয়ে দেখা হচ্ছে। সেখানে আরো কী কী ঘটনা থাকতে পারে, সেগুলো যথাযথভাবে দেখা হচ্ছে। তাকে হেলিকপ্টারে করে নিয়ে আসা সহ চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।তিনি আরো বলেন, সংসদ সদস্যদের কাছে আমার অনুরোধ থাকবে, তারা যেন এধরনের অপরাধীদের কখনো রক্ষা করার চেষ্টা না করেন। অপরাধ যে করে এবং অপরাধীকে যারা রক্ষা করে তারা সমান দোষী।

বগুড়া- ৬ আসনের বিএনপি দলীয় এমপি গোলাম মোহম্মদ সিরাজের এক সম্পূরক প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, কোথাও কোনো ঘটনা ঘটলে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। ওয়াহিদার উপর হামলার ঘটনায়ও এর ব্যতিক্রম হবে না। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে ও তার ছোট বোন শেখ রেহানাকে ছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয় এবং দুর্ভাগ্যজনকভাবে এই বর্বরোচিত হত্যাযজ্ঞে জড়িতদের দায়মুক্তি দিয়ে পুরস্কৃত করা হয় উল্লেখ করে তিনি বলেন, তার সরকার এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে।এ প্রসঙ্গে তিনি দেশের ৫০০টি স্থানে একই সাথে বোমা হামলা এবং ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবাদ-বিরোধী জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলার কথা উল্লেখ করেন।