অতি উৎসাহীদের ফেসবুকে লাইভ, ব্যাহত উদ্ধার কাজ


ঢাকাগামী উপবন এক্সপ্রেস কুলাউড়ায় দুর্ঘটনায় পড়ার পর যাত্রীদের উদ্ধারে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যদের বেগ পেতে হচ্ছে। অতি উৎসাহীরা ফেসবুকে লাইভ দেখাচ্ছেন। এতে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ।

এদিকে কুলাউড়ার বরমচাল রেলক্রসিং এলাকায় যাত্রীদের মালামাল ও ভীড় সামলাতে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ১২টার দিকে কুলাউড়ার বরমচাল স্টেশনের পাশে ঢাকাগামী উপবনের বগি ছিটকে পড়ে। এতে ৭জন নিহতের খবর পাওয়া গেছে। রাতে সিলেট স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য ওই ট্রেনটি ছেড়ে যায়।

দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। ওই দুর্ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে ট্রেনটির যাত্রীরা জানিয়েছেন। নদীতে ছিটকে পড়া বগি থেকে মানুষের আর্তনাদ ভেসে আসতে শুনেছেন বলে জানিয়েছেন একাধিক যাত্রী।