৯৮ বছরে ইতালির সবচেয়ে বয়স্ক ছাত্রের স্নাতক পাস

ইতালিতে ৯৮ বছর বয়সে স্নাতক পাস করেছেন দেশটির সবচেয়ে বয়স্ক ছাত্র জিউসেপ্পে প্যাটার্নো।

এর আগে প্যাটার্নো ৯৬ বছর বয়সে ২০২০ সালের জুলাই মাসে পালেরমো বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস এবং দর্শনে ডিগ্রি নিয়ে স্নাতক হন।

এরপর থেকেই তিনি জন্ম দিয়েছিলেন এক নতুন আলোড়নের। এরপর একই বিষয়ে দুই বছরের আর একটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। সেই সঙ্গে আবারও নিজেকে পরিচয় করিয়ে দিলেন ইতালির সবচেয়ে বয়স্ক ছাত্র হিসেবে। এবারও তিনি সর্বোচ্চ নম্বর নিয়ে পাস করেন।

সিসিলির একটি দরিদ্র পরিবারে ১৯২৩ সালে জন্মগ্রহণ করেন প্যাটার্নো। বই এবং পড়াশোনার প্রতি তার ভালোবাসা থাকা সত্ত্বেও তিনি বিশ্ববিদ্যালয়ে যেতে পারেননি।

কেননা, জীবিকার তাগিদে ২০ বছর বয়স থেকে কাজ করতে হয়েছিল নৌবাহিনীতে এবং রেলওয়েতে। এরপরের ইতিহাস সবারই জানা। বার্ধক্যকে থামতে না দিয়ে ৯৯ বছর বয়সে ইতিহাস গড়লেন প্যাটার্নো।