হিমাকে অভিনন্দন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক: ১৯ দিনে ইউরোপের পাঁচটি প্রতিযোগিতায় ৫টি সোনা৷ হিমা দাসের এমন দুরন্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত গোটা দেশ৷ উল্লসিত দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ উভয়েই এমন সোনার দৌড়ের জন্য সোশ্যাল মিডিয়ায় হিমা দাসকে অভিনন্দন জানিয়েছেন৷

রাষ্ট্রপতি ১৯ বছরের স্প্রিন্টারকে শুভেচ্ছে জানিয়েছেন অফিসিয়াল টুইটার পেজ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ায়৷ শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতির লেখেন, ‘তিন সপ্তাহ, পাঁচটি সোনার পদক৷ তুমি অসাধারণ হিমা দাস৷ দৌড়তে থাকো, চমক ছড়াতে থাকো৷ এই সাফল্য যেন ২০২০ অলিম্পিক গেমসে আমাদের গৌরব এনে দেয়৷’

প্রধানমন্ত্রী নিজের অফিসিয়াল পেজে টুইট করেন, ‘গত কয়েকদিনে হিমা দাসের অভূতপূর্ব সাফল্যে গোটা দেশ গর্বিত৷ বিভিন্ন প্রতিযোগিতা থেকে ও পাঁচটি সোনার পদক দেশে আনায় সবাই অত্যন্ত আনন্দিত৷ অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা৷’

উল্লেখ্য, গত শনিবার চেক প্রজাতন্ত্রের নোভ মেস্তো নাড মেটুজি গ্রা-প্রি’র ৪০০ মিটার ইভেন্টে স্বর্ণপদক জেতেন হিমা দাস৷ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্যর্থ হওয়ার পর পছন্দের ৪০০ মিটার ইভেন্টে এটিই প্রথম সোনা হিমার৷ চ্যাম্পিয়ন হওয়ার পথে হিমা সময় নেন ৫২.০৯ সেকেন্ড, যা তাঁর চলতি মরশুমের সেরা পারফরম্যান্স।

জাকার্তা এশিয়াডে ৫০.৭৯ সেকেন্ড ৪০০ মিটার ইভেন্টে এখনও পর্যন্ত তাঁর কেরিয়ারের সেরা টাইমিং। চেক প্রজাতন্ত্রে সোনা জিতলেও ব্যক্তিগতভাবে নিজের সেরা টাইমিং ছুঁতে ব্যর্থ হন ভারতের সোনার মেয়ে। একইসঙ্গে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যোগ্যতা নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সময়ও (৫১.৮০) অল্পের জন্য ছুঁতে পারেননি হিমা।

তার আগে চেক প্রজাতন্ত্রের তাবর অ্যাথলেটিক্স মিটের ২০০ মিটারে চ্যাম্পিয়ন হন হিমা৷ চ্যাম্পিয়ন হতে হিমা সময় নেন ২৩.২৫ সেকেন্ড, যা তাঁর ব্যক্তিগত সেরা সময়ের কাছাকাছি৷ হিমার ব্যক্তিগত সেরা সময় হল ২৩.১০ সেকেন্ড৷ তারও আগে গত ১৩ জুলাই চেক প্রজাতন্ত্রের ক্লাদনো আন্তর্জাতিক মিটের ২০০ মিটারে সোনা জিততে হিমা সময় নিয়েছিলেন ২৩.৪৩ সেকেন্ড৷

২ জুলাই পোল্যান্ডের পোজনান অ্যাথলেটিক্স গ্রাঁ প্রি’তে চলতি বছরে নিজের প্রথম প্রতিযোগীতামূলক টুর্নামেন্টের ২০০ মিটার দৌড়ে সোনা জিততে অসমের সোনার মেয়ে সময় নিয়েছিলেন ২৩.৬৫ সেকেন্ড। পরে ৭ জুলই কুতনো অ্যাথলেটিক্স মিটে ২০০ মিটারে বছরের দ্বিতীয় স্বর্ণপদক গলায় ঝোলাতে হিমার সময় লাগে ২৩.৯৭ সেকেন্ড।