হাইকোর্টেও টিকে গেল জামাতের ২৫ নেতার প্রার্থিতা

নিজস্ব প্রতিবেদক : জামাতের ২৫ নেতার প্রার্থিতার উপর নিষেধাজ্ঞা দেয়নি হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের ডিভিশন বেঞ্চে শুনানি শেষে এই আবেদনে সাড়া দেননি।

গতকাল বুধবার জামাতের ২৫ নেতার নির্বাচনে অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে এই সম্পূরক আবেদন করা হয়।

আদালতে আবেদনের উপর আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর, ইসির পক্ষে ইয়াসিন খান ও জামায়াতের পক্ষে রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন।

উল্লেখ্য, জামাতের ২৫ প্রার্থীর মধ্যে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে রয়েছেন ২২ জন। আর বাকি ৩ জন স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।