হলি আর্টিজান মামলার পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : গুলশানের হলি আর্টিজান মামলার পলাতক আসামি মামুনুর রশিদ রিপনকে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার মধ্যরাতে বোর্ডবাজার এলাকায় একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার সকালে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনে এই তথ্য জানানো হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, রিপন হালুয়াঘাট থেকে ঢাকার দিকে আসছিল। রাত একটার দিকে বোর্ডবাজার এলাকায় একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে দেড় লাখ টাকা পাওয়া গেছে।

রোববার দুপুরে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

র‌্যাব সূত্র জানায়, মামুনুর রশিদ রিপন ওরফে রেজাউল করিম ওরফে রেজা নব্য জেএমবির প্রথম সারির নেতা। ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় সে অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহের দায়িত্বে ছিল।