নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের হরিণাকুন্ডে আগামী ২৭ ও ২৮ জুলাই অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণমান্টে-২০১৯ উপলক্ষে উপজেলা কমিটির প্রস্তুতি মুলক সভা মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এস.আই জিয়া, ইউ,পি চেয়ারম্যান নাজমুল হুদা পলাশ, ফজলুর রহমান, গোলাম মোস্তফা, প্রেসক্লাব সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুজ্জামান তাজু, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সালমা আক্তার, সহকারী শিক্ষা অফিসার মাহমুদ হাসান, জেসমিন আক্তার সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা অফিসার এস.এম আবদুর রহমান।