নিজস্ব প্রতিবেদক : অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে রংপুরে উদ্দেশ্যে রওনা হয়ে আকাশ পথে সৈয়দপুর পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছান তিনি। সেখান থেকে সড়ক পথে রংপুরের তারাগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী।
সেখানে দিনের প্রথম কর্মসূচী তারাগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরপর দুপুরে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা।