সিরাজগঞ্জে ছেলেধরা সন্দেহে গণপিটুনি

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে ছেলেধরা সন্দেহে আলম (৩৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। ২৩ জুলাই মঙ্গলবার ভোরে জেলা সদর উপজেলার পাইকপাড়া দারুল কোরআন কওমী মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।  আলম পৌর এলাকার গয়লা বটতলা এলাকায় আব্দুর রহিমের ছেলে। এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে আলম নামে ওই যুবক মাদ্রাসার জানালা দিয়ে ঢোকার চেষ্টা করছিলেন। এসময় শিক্ষার্থীরা তাকে দেখে ভয়ে চিৎকার করতে থাকে। চিৎকারে গ্রামবাসী ও সব ছাত্ররা ওই যুবককে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ আহতাবস্থায় আলমকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০-শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমান, পাইকপাড়া গ্রামের মো. আয়নাল, মোকলেছুর রহমান ও আব্দুল আওয়াল নামে চারজনকে আটক করে থানায় নিয়ে গেছে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) এম হাসান মাহমুদ জুয়েল বলেন ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে আহত আলম আসলে একজন ছিঁচকে চোর ও মাদকাসক্ত