সিটি কলেজ কেন্দ্রে প্রথম ভোটার হিসাবে ভোট দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ সকাল আটটায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তার ভোট প্রদান করেছেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকনের বরাত দিয়ে গতকাল জানায় যে, প্রধানমন্ত্রী রবিবার সকালেই ভোট দিতে যাবেন। সকাল ১০ টায় ভোট প্রদান করার তথ্য থাকলেও তিনি আজ সকালেই ভোট প্রদান করেন।

রোববার সকাল ৭টা ৫৩ মিনিটে গণভবন থেকে ওই কেন্দ্রে যান তিনি। এই কেন্দ্রের প্রথম ভোটার হিসাবে তিনি ভোট দিয়েছেন।