
এই আমমার দেশ ডেক্স : সাভারে একটি মবিল কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মী গুরুতর আহত হয়েছেন।আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের যাদুর-চড় এলাকার সিরাজ মুন্সীর মালিকানাধীন নাসরিন অটোমোবাইল কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর দেড়টার দিকে মবিল কারখানায় হঠাৎ করে আগুন লাগে যায়। এসময় আগুনের তীব্রতা বেশি থাকায় পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনার খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।আগুনের তীব্রতা বেশি হওয়ায় ওই কারখানার একটি বয়লার বিস্ফোরণ হয়। এ সময় ফায়ার সার্ভিসের দুই কর্মী গুরুতর আহত হয়েছে। পরে তাদেরকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রসঙ্গত, এর আগেও ওই কারখানায় আগুন লেগে বেশ কয়েকজন শ্রমিক দগ্ধ হয়। অবৈধ এই কারখানাটি স্থানীয়রা অবিলম্বে সরিয়ে নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছে।