জামাল হোসেন খোকন,জীবননগর (চুয়াডাঙ্গা): মাই টিভির ক্রাইম চীফ রিপোর্টার সমাজের নানা অপরাধ অনিয়ম দূর্নীতি নিয়ে মাই টিভিতে প্রচারিত ক্রাইম ভিত্তিক অনুষ্ঠান “ মুখোষ”এর পরিচালক এস কে লিটনের উপর ঢাকার কাকরাইল রাজমনী সিনেমা হলের সামনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে জীবননগর প্রেসক্লাব ও জীবননগর সাংবাদিক সমিতির প্রতিবাদসহ নিন্দা জ্ঞাপন করেন।
জীবননগর প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, সম্পাদক এম আর বাবু, সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, ভাইস প্রেসিডেন্ট জামাল হোসেন খোকন, সম্পাদক ফয়সাল মাহাতাব মানিক জীবননগরের কৃতী সন্তান সাংবাদিক এস কে লিটনের উপর হামলার নিন্দা জানিয়ে অপরাধীদের গ্রেফতারের দাবী করেন।
সাংবাদিক নেতারা আরো জানিয়েছেন, সাংবাদিক এস কে লিটনের উপর হামলার ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে যদি প্রশাসন ব্যার্থ হয়। তাহলে আমরা কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবো। সাংবাদিকদের উপর হামলা করে তাদের কলমকে থামানো যাবেনা। সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ।
