শৈলকুপায় নারী সহ ৭জন কে কুপিয়ে যখম

ঝিনাইদহ প্রতিনিধি : আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে শৈলকুপায় বৃদ্ধা ও মুক্তিযোদ্ধা সহ ৭জন কে কুপিয়ে যখম করেছে প্রতিপক্ষরা । আহতদের মধ্যে গুরুত্বর যখম অবস্থায় ৪জন কে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ১জন কে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করা হয়েছে । মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শৈলকুপা উপজেলার পাঁচ নং কাঁচেকোল ইউনিয়নের বিত্তিদেবী রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে ৩জন কে আটক করেছে । এ ঘটনায় ১৮জন কে আসামী করে বুধবার শৈলকুপা থানায় একটি মামলা দায়ের হয়েছে । স্থানীয়রা জানিয়েছে সামাজিক বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে বিত্তিদেবী রাজনগর গ্রামে বেশকিছুদিন ধরে উত্তেজনা চলে আসছিল । এরই জের ধরে বাবলু যোয়ার্দার ও ইউনুস মেম্বর গ্রুপের একদল দুর্বৃত্ত অতর্কিতে ধারালো দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায় বিত্তিদেবী রাজনগর গ্রামে। তারা উপর্যুপুরী কুপিয়ে আহত করে মিজান শেখ(৩০), জোছনা খাতুন(৬৫), মজিবর রহমান(৬০), আবু বক্কর(৫৫), আনিছুর রহমান(৪৮) ও বাবুল শেখ(৫০) । এছাড়াও আরোও কয়েকজন আহত হয়েছে, যাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে ।

হামলাকারীরা হলো ধর্মপাড়া ও বিত্তিদেবী রাজনগর গ্রামের আলম শেখ, বারিক শেখ, শাহজাহান শেখ, মারুফ হোসেন, উজ্জ্বল শেখ, কলিম উদ্দিন সহ আরো কয়েকজন বলে প্রত্যক্ষদর্শী ও আহতরা জানিয়েছে । হামলাকারীরা এলাকায় সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ উঠেছে । তাদের কে স্থানীয় কিছু রাজনৈতিক নেতা মদদ দিয়ে আসছে । ফলে তারা বে-পরোয়া হয়ে উঠেছে । এসব দুর্বৃত্তদের কারণে কয়েকটি গ্রামের মানুষ ভীত-সন্ত্রস্ত থাকে বলেও অভিযোগ উঠেছে ।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বজলুর রহমান জানিয়েছেন, ঘটনার পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ঘটনার পর মামলা দায়ের হয়েছে, হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান চলছে।