প্রতিবেদক, শৈলকুপা (ঝিনাইদহ)
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ৯ নং মনোহরপুর ইউনিয়নের নওপারা গ্রাম উপজেলা সদর থেকে মাত্র তিন কিমি. দূরে অবস্থিত। উপজেলা সদরের কাছাকাছি গ্রাম হওয়া সত্বেও নানারকম নাগরীক সুবিধা থেকে বঞ্চিত এ গ্রামের জনগন। সামান্য বৃষ্টিতে এ গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা মাজা পানির নিচে চলে যায়। ফলে জনগোষ্ঠীর চলাচল ব্যাহত হয়। এমনকি গ্রামের ঠিক মাঝে রাস্তাটির একাংশ পুকুরে ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই গ্রামেরই সন্তান প্রাথমিক শিক্ষক সমিতি শৈলকুপা উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, ঐ ওয়ার্ডের সাবেক ও বর্তমান মেম্বরসহ এলাকার যুবসমাজ বাড়ি বাড়ি ঘুরে ঘুরে প্লাস্টিকের বস্তা সংগ্রহ করে তাতে বালু ভরে ভেঙে যাওয়া রাস্তার দুপাশে পাইলিং করে মেরামত করে। রাস্তা নিজেদের উদ্যোগে মেরামত করছেন তারা, এ খবর শুনে শত ব্যাস্ততার মাঝেও ছুটে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনি। তিনি স্থানীয় গ্রামবাসীকে এ কাজে উৎসাহ দেন এবং বলেন শুধু সরকারী অনুদানের আশায় না থেকে নিজেরা উদ্যোগ নিয়ে আপনাদের রাস্তা আপনারাই মেরামত করছেন যা অন্য এলাকার মানুষের কাছে অনুকরণীয়। তিনি এ কাজে শরিক হওয়ায় জনসাধারণকে ধন্যবাদ জানান।
এছাড়াও গ্রামে বৃষ্টির পানি বের হওয়ার ব্যবস্থা না থাকায় রাস্তার উপর দিয়ে পানি গড়িয়ে রাস্তা ভেঙ্গে যাচ্ছে। রাস্তার নিচ দিয়ে পাইপ বসিয়ে এ সমস্যা সমাধানের জন্য তিনি দ্রুত ব্যবস্থা গ্রহন করবেন বলে আশা প্রকাশ করেন। আগামী কয়েকদিনের মধ্যে এ কাজ সম্পন্ন করার অঙ্গীকারও ব্যাক্ত করেন তিনি।