শাস্তির মুখে সিনিয়র ক্রিকেটার

এই আমার দেশ ডেক্স : বিশ্বকাপের সময় অনুমতি ছাড়া নিজের স্ত্রীকে সাথে রাখায় শাস্তির মুখোমুখি হতে হচ্ছে এক সিনিয়র ক্রিকেটারকে। ভারতীয় এক গণমাধ্যম এমনটা জানালেও নাম প্রকাশ করেনি সেই ক্রিকেটারের।
বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের সময় একজন ক্রিকেটারের স্ত্রী তাঁর সঙ্গে ১৫ দিনের বেশি থাকতে পারতেন না। কিন্তু সেই অভিযুক্ত ক্রিকেটারের স্ত্রী ভারতের পুরো বিশ্বকাপ সফরেই সঙ্গী হয়েছিলেন।
জানা গিয়েছে, এই ক্রিকেটার বিশ্বকাপ শুরুর আগে বিসিসিআই-এর কাছে আবেদন করেন তাঁর স্ত্রীকে পুরো বিশ্বকাপ সঙ্গে রাখার দাবিতে। কিন্তু সেই দাবি নাকচ করে দেয় ভারতীয় বোর্ড। তবুও সেই ক্রিকেটার বোর্ডকে অগ্রাহ্য করে তাঁর স্ত্রীকে পুরো বিশ্বকাপেই সঙ্গে রাখেন।

২১ মে বোর্ডের মিটিং-এ জানিয়ে দেওয়া হয়, যদি কোনও ক্রিকেটার ১৫ দিনের বেশি কোনও পরিবারের সদস্যকে সঙ্গে রাখতে চান, তবে তাঁকে কোচ, অধিনায়ক বা ম্যানেজারের থেকে অনুমতি নিতে হবে। কিন্তু সেই অনুমতি এই ক্রিকেটার নেননি। তাঁর স্ত্রী সেই ক্রিকেটারের সঙ্গে বিশ্বকাপের ভারতীয় সফরের সাত সপ্তাহই ছিলেন বলে জানা যাচ্ছে। এর জন্য তিনি কারও কাছে কোনও অনুমতি নেননি।সেই ক্রিকেটারের সঙ্গে জবাবদিহি দিতে হতে পারে অধিনায়ক কোহলি এবং কোচ রবি শাস্ত্রীকে।