শমী কায়সার

দৈনিক এই আমার দেশ দৈনিক এই আমার দেশ

এই আমার দেশ ডেস্ক : শমী কায়সার একজন বাংলাদেশী অভিনেত্রী এবং প্রযোজক। তিনি নব্বইয়ের দশকে একজন নামকরা অভিনেত্রী ছিলেন।

শমী কায়সারের বাবা মুক্তিযুদ্ধে নিহত বুদ্ধিজীবী প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক, লেখখ শহিদুল্লাহ কায়সার ও মা পান্না কায়সার। তার মা পান্না কায়সার্ও একজন লেখক এবং আ্ওয়ামী লীগ দলীয় সবেক সংসদ সদস্য। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দুজা চৌধুরীর স্ত্রী মায়া সম্পর্কে পান্নার আপন বোন। সে হিসেবে শমী কায়সার ও রাজনীতিবিদ মাহি বি. চৌধুরী সম্পর্কে খালাতো ভাই-বোন। শমীর একজন ছোট ভাই আছেন, নাম অমিতাভ কায়সার।

১৯৯৭ সালে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ধানসিড়ি প্রোডাকশন প্রতিষ্ঠা করেন শমী কায়সার। এই প্রতিষ্ঠানের প্রযোজনায় মুক্তি এবং অন্তরে নিরন্তরে নাটক নির্মিত হয়। ২০১৩ সালের নভেম্বরে তার প্রতিষ্ঠান ধানসিড়ি কমিউনিকেশন লিমিটেড, রেডিও অ্যাক্টিভ নামে একটি বেতার কেন্দ্রের জন্য লাইসেন্স পায়।

১৯৯৯ সালে ভারতীয় ব্যবসায়ী অর্নব ব্যানার্জী রিঙ্গোকে ধর্মান্তরিত করে বিয়ে করেন শমী কায়সার। পরবর্তীতে রিঙ্গ তার ধর্মে ফিরে যান এবং এর দুই বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ২০০৮ সালের ২৪ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক মোহাম্মদ আরাফাতকে বিয়ে করেন শমী কায়সার।