লোহাগড়ায় আওয়ামী লীগ অফিসে ‘পেট্রোলবোমা’

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ার ইতনা ইউনিয়নের দৌলতপুর দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অফিসে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ করেছে দলটি। এ ঘটনায় একজন যুবলীগ কর্মী আহত হয়েছেন।
সোমবার রাত নয়টার দিকে এ বোমা নিক্ষেপের ঘটনা ঘটে বলা হচ্ছে।
পুলিশ বলছে, উপজেলার দৌলতপুর গ্রামের ধোপাবাড়ির মোড়ে অবস্থিত দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অফিসে রাত নয়টার দিকে মোটরসাইকেলযোগে এসে একদল দুর্বৃত্ত তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করে। এ সময় যুবলীগ কর্মী পাপ্পু কাজী (৩৫) আহত হন। এরপর দুর্বৃত্তরা আওয়ামী লীগ নেতা ইসমাইল শিকদারের বাড়িতে একই ধরনের তিনটি বোমা ছোড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
আহত যুবলীগ কর্মীকে রাতেই লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই নড়াইলের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুকুলকুমার মৈত্র, লোহাগড়া থানার ওসি প্রবীর বিশ্বাস, বিজিবি ও সেনাসদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
লোহাগড়া থানার ওসি প্রবীর বিশ্বাস বলেন, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।