ডেস্ক রিপোর্ট: রোহিঙ্গা সঙ্কট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুটেরেজ। তবে সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা জানান জাতি মহাসচিব।
বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।
বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুটির টেকসই সমাধানে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আরো জোরালো সহায়তা চান। এসময় রোহিঙ্গা সংকট নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানান অ্যান্টনি গুটেরেজ।
তিনি বলেন, এ সঙ্কট সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের উদারতা ও মানবিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান।
বিশ্বব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করার বিষয়ে জাতিসংঘ ও জাতিসংঘের মহাসচিবের অংশগ্রহণ, উপস্থিতি ও সম্পৃক্ততার অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশন এসব বিষয়ে জাতিসংঘে যে অনুষ্ঠানমালার আয়োজন করবে তাতে অংশগ্রহণের জন্য পররাষ্ট্রমন্ত্রী মহাসচিবকে বিশেষ আমন্ত্রণ জানান।
এদিকে নিউইয়র্ক অংগরাজ্যের সিনেটর লুইস্ সেপুলভেদা পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এ সাক্ষাতে বাংলাদেশের প্রতি তার আগ্রহের কথা তুলে ধরেন সেপুলভেদা। সিনেটরদের একটি দল নিয়ে বাংলাদেশ সফরের অভিপ্রায় ব্যক্ত করেনছেন তিনি।
এসময় সেখানে উপস্থিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথেও সাক্ষাৎ হয় এই সিনেটরের। স্পিকারও সিনেটরদের এই টিমকে বাংলাদেশ সফরে স্বাগত জানান।
একইদিন বাংলাদেশ ও পূর্ব এশিয়ার দেশ পালাও এর মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন বিষয়ে একটি চুক্তি সাক্ষরিত হয়েছে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন ও পালাও এর স্থায়ী প্রতিনিধি নেডিকাস ওলাই উলুডং নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তি সাক্ষর করেন।