রংপুরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের দুটি জনসভায় যোগ দিতে আজ রোববার রংপুর রওনা হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ জানান, দলের পক্ষে ঐ জনসভাগুলোয় ভোট চাইবেন প্রধানমন্ত্রী। ঢাকা থেকে আকাশ পথে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

রোববার সকালে রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।