যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে ‘বিবস্ত্র’ করে মারধর

ডেস্ক রিপোর্ট: স্কুলের মধ্যে ছাত্রীদের সঙ্গে দিনের পর দিন অশালীন আচরণ। মাঝে মধ্যেই ছাত্রীদের যৌন হয়রানির অভিযুক্ত শিক্ষককে ‘বিবস্ত্র’ করে মারতে মারতে থানায় টেনে নিয়ে গেলেন উত্তেজিত অভিভাবকরা। ভারতের বাঁকুড়ার ইন্দাসে ঘটনাটি ঘটেছে।

অভিযুক্ত শিক্ষকের নাম শেখ ফিরোজ খান। তিনি ইন্দাস বালিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

জানা গেছে, শিক্ষক ফিরোজ খান দিনের পর দিন ধরে স্কুলের মধ্যে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করে আসছিলেন। দীর্ঘ ৬ মাস ধরে এই বিষয়টি চলছিল। প্রধান শিক্ষককে এই বিষয়ে অবহিত করেছিলেন অভিভাবকরা। কিন্তু, তারপরেও পরিস্থিতির কোনও বদল ঘটেনি। বুধবার (১৭ জুলাই) আবার অভিযুক্ত শিক্ষক ছাত্রীদের সঙ্গে অশালীন অচরণ করে। একথা জানাজানি হতেই স্কুলে এসে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। প্রথমে তারা স্কুলে এসে বিক্ষোভ করেন। তারপর অভিযুক্ত শিক্ষককে ‘বিবস্ত্র’ করে মারতে মারতে থানায় টেনে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: প্রেমের টানে আমেরিকান নারী এখন লক্ষ্মীপুরে

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইন্দাস থানার পুলিশ। রাস্তা থেকেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবকরা।