উৎপল ঘোষঃ
যশোর অভয়নগরে গতকাল বিট পুলিশিং সভা তালতলা ষ্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকাল ৫ টায় তালতলাহাট রেল স্টেশন ৭ নং ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ের সামনে মোঃ রেজাউল ইসলাম রেজা ফারাজির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শামীম হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৭ নং ওর্য়াড আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন সরদার, নওয়াপাড়া সরকারী কলেজেরে সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, মহিলা কাউন্সিলর রাশিদা বেগম লিপি, বিট পুলিশিংয়ের বিট অফিসার এস আই ইসরাফিল আহমদ শামীম, সহকারী বিট অফিসার এ এস আই শরিফুল ইসলাম, গাজীপুর ক্যাম্পের ইনচার্জ এস আই আনিছ,, এ এস আই মোঃ মিরাজ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক শহিদুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ তাজ, দফতর সম্পাদক শাহিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক নওয়াপাড়া নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী। প্রধান বক্তা বলেন, আমরা মাদক,নারী নির্যাতন,জঙ্গীবাদ,ইভটিজিং প্রতিরোধে প্রতিশ্রুতি বদ্নিধ। অপরাধ নির্বাণের কল্পে বিভিন্ন স্থানে রাতে নিজ নিজ পাহারা দিতে হবে। এতে পুলিশের সার্বিক সহযোগিতা থাকবে। সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারে সে ব্যপারে পুলিশের সব সময় সজাগ দৃষ্টি রয়েছে। এবং চুরি, ছিনতাই, ডাকাতি না হয় সে লক্ষে সবাইকে রাতে পাহারা দিতে হবে। যারা অনেক টাকা ব্যয় করে বাড়ি তৈরি করেছেন তাদের কাছে আমার অনুরোধ তারা আর সামন্য কিছু টাকা ব্যয় করে নিজের সম্পাদ রক্ষার্থে সিসি ক্যামেরা লাগাবেন বলে বিভিন্ন দিক নির্দেশনামুলক বিষয়ে বক্তব্য দেন। এসময় ৪০ জনের মধ্যে ছাতা, লাইট, বিট পুলিশিং জ্যাকেট ও বাশিঁ বিতরণ করা হয়।