প্রতিনিধি, বরগুনা:
বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার (২১ জুলাই) উভয়পক্ষের শুনানি শেষে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজী এ আদেশ দেন। বেলা ১১টা থেকে ১২ পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হয়।
মিন্নির পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম। শুনানিতে তিনি উল্লেখ করেন, মিন্নি শারীরিকভাবে অসুস্থ, তার কাছ থেকে জোর করে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। এ সময় আসলামের সঙ্গে আদালতে ছিলো আইন ও সালিশ কেন্দ্রের একটি প্রতিনিধি দল ও ব্লাস্টের একটি প্রতিনিধি দল।
আদালতে আসামি পক্ষের আইনজীবীর বক্তব্যের বিরোধীতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি সঞ্জিত দাস।