নিজস্ব প্রতিবেদক: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) ২৭তম আসর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১ জানুয়ারি) নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে অবস্থিত বাণিজ্য মেলার স্থায়ী ভেন্যু বঙ্গবন্ধু চায়না-বাংলাদেশ এক্সিবিশন সেন্টারেআয়োজিত অনুষ্ঠানে সরাসরি যোগ দিয়ে এই মেলার উদ্বোধন ঘোষণা করেন তিনি।
অনুষ্ঠানে ব্যবসায়ীদের প্রতি খাদ্য প্রক্রিয়াজাতকরণের উদ্যোগ ও রফতানি বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশের অর্থনীতি হিমশিম খাচ্ছে, তবুও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে।
আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, এফবিবিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও সিইও এ এইচ এম আহসান।
জানা যায়, গত বছর করোনার কারনে ও সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় মেলায় আগত দর্শনার্থীদের আনাগোনাও ছিল অনেকটা কম। হয়নি তেমন আশানুরুপ বেচাকেনা। এবারের মেলায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীরা যেন চলাচলে কোন ভোগান্তি পোহাতে না হয় সেজন্য সংস্কার করে যান চলাচলের উপযোগী করা হয়েছে কুড়িল বিশ্বরোড সড়ক।
এবারের মেলায় দর্শনার্থীদের আসা যাওয়ার জন্য ৩৫ টাকা ভাড়ায় বিআরটিসির শাটল বাস সার্ভিসের ব্যবস্থা করেছেন মেলা কর্তৃপক্ষ। প্রতিদিন কমপক্ষে ৭০টি শাটল বাস কুড়িল বিশ্বরোড থেকে বাণিজ্য মেলায় যাত্রী আনা নেওয়া করবে। এছাড়া শুক্র ও শনিবার বন্ধের দিন ১২০টি বিআরটিসিবাস সহ বিভিন্ন বাস যাত্রী আনা নেয়ার কাজে রত থাকবে।