মাগুরার মহম্মাদপুরে ৩ বছরের শিশুকন্যা খুন

রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধিঃ 
মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মোছাঃ হিরা খাতুন নামের তিন বছরের এক শিশু কন্যাকে কুপিয়ে হত্যা করার মত লোমহর্ষক ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার মাগরিবের নামাজের পূর্বে এই ঘটনা ঘটেছে বলে পরিবারের পক্ষথেকে দাবি করা হয়, নিহত হিরা বেথুলিয়া গ্রামের হিরু মোল্যার মেয়ে, হিরু মোল্যা পেশায় একজন ভ্রাম্যমান আইসক্রীম ব্যাবসায়ী।
নিহাত শিশু হিরার পরিবার ও পুলিশ সূত্রে সংবাদ মাধ্যমকে জানান, হিরু মোল্যার সাথে বেশ কিছুদির যাবৎ তার বাবা দাউদ মোল্যা, আপন ভাই বিপ্লব মোল্যা, ফারুক মোল্যা, ও আলীম মোল্যার মাঝে পারিবারিক শত্রুতা চলমান ছিল, তারই জের ধরে উভয়পক্ষ একাধিকবার থানায় যান। ঘটনার দিন মাগরিবের পূর্বে নিহত হিরা খাতুন তার মা বন্যা খাতুনের নিকট ভাত খেতে চাইলে হীরাকে ভাত দিয়ে হীরার বড় বোন মুসলিমা খাতুন (০৫) কে প্রতিবেশীর বাড়িতে খুঁজতে বেরিয়ে যান। মুসলিমাকে নিয়ে নিহত হিরার মা বাড়ি ফেরার সময় বাড়ির পাশেই লুঙ্গী দিয়ে মোড়ানো মেয়েকে দেখতে পান। মোড়ানো কাপড় খুলতেই হিরার মৃত লাশ দেখতে পান। হিরার মাথায় ধারারো দা দিয়ে কয়েকটি কোপানো চিহ্ন রয়েছে। এসময় হিরার বাবা হিরু মোল্যা আইসক্রিম বিক্রির জন্য বাইরে ছিলেন। শিশু নিহতের ঘটনার সংবাদ পেয়ে দ্রুত মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অপস্) মোঃ কলিমুল্লাহ ঘটনাস্থলে ছুটে আসেন। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা ও ডিবি পুলিশ একত্রিত হয়ে তদন্তের কাজ শুরু করা হয়েছে বলে যানা যায়।