মহেশপুর সংবাদদতা: রাতের অন্ধকারে চোরাই পথে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় মহেশপুর সীমান্ত এলাকা থেকে নারী-শিশুসহ ২০ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি’র সদস্যরা। গতকাল মঙ্গলবার ভোরে ঝিনাইদহের উপজেলার মাটিলা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তের মাটিলা গ্রামের মাঠের মধ্য থেকে ৫ জন পুরুষ,৭ জন নারী ও ৮ জন শিশুকে আটক করে।
মঙ্গলবার সকালে মহেশপুর ৫৮ বিজিবি’র অতিরিক্ত পরিচালক তসলিম মো ঃ তারেক স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিংয়ে জানান, মঙ্গলবার ভোর রাতে চোরাই পথে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় সীমান্তের মাটিলা গ্রামের মাঠের মধ্য থেকে বাংলাদেশী নাগরিক সত্য রঞ্জন মন্ডল (৪৪), পিতা নকুল মন্ডল,পায়েল মন্ডল (২০),পিতা সত্য রঞ্জন মন্ডল,অনামিকা মন্ডল (২০),পিতা সত্য রঞ্জন মন্ডল,সকলের গ্রাম ধোপাকেট,থানা সদরপুর,জেলা ফরিদপুর, রিপা মৃধা (৩০),স্বামী সোহাগ মৃধা,আনিছা (১২), পিতা সোহাগ মৃধা,হামজা (০৭), পিতা সোহাগ মৃধা,সুখি আক্তার (২৫),স্বামী খোকন,নুসরাত(০৬),পিতা- খোকন,নাজেয়া(০৩), পিতা- খোকন সকলের গ্রাম কাফিলা,থানা বাকেরগঞ্জ,জেলা বরিশাল রতœারানী পাল (২৪), স্বামী শ্যামল কুমার পাল,শ্যামল কুমার পাল (৩৪), পিতা মৃত অজিত কুমার পাল, দিপিকা (০৮),পিতা শ্যামল কুমার পাল, দুর্যয় পাল (০২),পিতা শ্যামল কুমার পাল,চন্দনা রানী পাল (৩২) বিশ^জিত কুমার পাল, সকলের গ্রাম জুরাদহ,থানা হরিনাকুন্ড,জেলা ঝিনাইদহ,অহিদুল মৃধা (৩৮),পিতা মৃত রাশেদ মৃধা,সোহাগী মৃধা (২৮),স্বামী অহিদুল মৃধা উভয়ের গ্রাম পারহাজী,থানা তেরখাদা, জেলা খুলনা,পরিমল বিশ্বাস (৭০),পিতা মৃত দেবেন্দ্রনাথ বিশ্বাস, গ্রাম গোলবাড়ী,থানা মোল্লারহাট, জেলা বাগেরহাট সকলকে ভারত হতে বাংলাদেশ প্রবেশের চেষ্টা করার অপরাধে আটক করা হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশ প্রবেশের চেষ্টা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।