মহিয়সী নারী মাসুদা হক রত্না নারী ক্ষমতায়নের এক উজ্জ্বল নক্ষত্র

শাহিনুর আক্তার, বেলাব, নরসিংদী :

নরসিংদীর বেলবতে গ্রাম বিকাশ সহায়ক সংস্থার নির্বাহী প্রধান মাসুদা হক রত্না হচ্ছেন নারী ক্ষমতায়নের উজ্জ্বল নক্ষত্র।

তিনি গ্রাম বিকাশ সংস্থার নির্বাহী প্রধান হয়ে ও এক সাদা-মাটা মানুষের মতো জীবন -জাপন করেন।
তিনি শুধু গ্রাম বিকাশ সহায়ক সংস্থা নিয়েই থাকেন না তিনি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ও কাজ করে যাচ্ছেন এবং তিনি নিজেই যোদ্ধ করেছেন । তিনি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেন।প্রতিবন্ধীদের লালন-পালনের জাবতীয় খরচ তিনি নিজেই বহন করে যাচ্ছে।তার স্বামী শব্দ সৈনিক শাজাহান ফারুক তার কাজে সহযোগিতা করে যান। মাসুদা হক রত্না বহু গুণে গুণায়ীত। তিনি বেগম রোকেয়া পদক প্রাপ্ত (2017),বর্ষ শ্রেষ্ঠ জয়িতা (2014),নোবেল পিসপ্রাইস কমিটিতে মনোনীত 2005),ওয়ার ক্রাইম ট্রইব‍্যুনালের শহীদ বুদ্ধিজীবী পক্ষের স্বাক্ষী,এডাব ঢাকা মহানগর সভাপতি (বর্তমান) ও শহীদ বুদ্ধিজীবী পাঠাগার, নরসিংদী (প্রতিষ্ঠাতা ও সভাপতি )।

এডাব ঢাকা মহানগরের সভাপতি মাসুদা হক রত্না তার বক্তব্যে জানান যে আমি ১৭ বছর বয়সে মুক্তিযোদ্ধ করি। আমি মুক্তিযোদ্ধের চেতনা নিয়ে কাজ করে যাচ্ছি এবং সবার সহযোগিতা কামনা করছি।

এর বাহিরেও তিনি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ‍্যালয়ের

তাছাড়াও মাসুদা হক রত্নার সম্পর্কে সাবেক সংসদ সদস্য ও উপদেষ্টা বাংলাদেশ আওয়ামী হর্কাস লীগ কেন্দ্রীয় কমেটি সোহেল সরকার নির্জন তার বক্তব্য জানান রত্নার মতো মানুষই হয়না নিজের জন্য না ভেবে অসহায়দের কথাই বেশি ভাবে।

সত্যিই তিনি এক মহান ব‍্যক্তি তাকে দেখে বুঝার ক্ষমতাই নেই যে তার এই সাদা-মাটা ভাবে থাকেন। তার টাকা-পয়সা অসহাদের জন্য খরচ করা হয়।

এ নিয়ে গ্রাম বিকাশ সহায়ক সংস্থার সোপার ভাইজার মো:আব্দুল অপু জানান যে মাসুদা হক রত্না সত্যিই দেশের জন্য রত্নই।

তাছাড়া মাসুদা হক রত্না উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ‍্যালয়ের বিভিন্ন ভাবে ভুমিকা রাখছেন।