মটরসাইকেল চলাচলে সাংবাদিকদের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেবে ইসি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত মটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে নতুন সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

নির্বাচনে আগে ও পরে মোট চার দিন মটরসাইকেলের ওপর নিষেধাজ্ঞা থাকায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহের জন্য এ বিষয়টি বিবেচনা করার জন্য ইসিকে অনুরোধ করে সাংবাদিকরা। এর প্রেক্ষিতে আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদ জানান, মটরসাইকেল চলাচলের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেবে কমিশন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত মটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে নতুন সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

নির্বাচনে আগে ও পরে মোট চার দিন মটরসাইকেলের ওপর নিষেধাজ্ঞা থাকায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহের জন্য এ বিষয়টি বিবেচনা করার জন্য ইসিকে অনুরোধ করে সাংবাদিকরা। এর প্রেক্ষিতে আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদ জানান, মটরসাইকেল চলাচলের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেবে কমিশন।

নিষেধাজ্ঞা নীতিমালায় রয়েছে – ভোটকেন্দ্রের সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহার করার জন্য কোনো স্টিকার ইস্যু করা হবে না। তবে অন্য যানবাহন ব্যবহার করলে স্টিকার দেয়া হবে
নীতিমালা অমান্য করলে বা ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট সংবাদ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্বাচনী আইন, বিধি ও কোড অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।