ভূমি উদ্ধার ও হাসপাতালে নজরদারিতে পুরস্কার পাবেন ডিসিরা

নিজস্ব প্রতিবেদক: হাসপাতালে ডিসিদের নজরদারি বাড়ানোর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর আর ভূমি উদ্ধারে ডিসিদের পুরস্কারের ঘোষণা দিলেন ভূমিমন্ত্রী। জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালে কর্মরত ডাক্তাররা নিয়মিত উপস্থিত থাকছেন কি না, সে বিষয়টির ওপর নজর রাখতে ডিসিদের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আর ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, যে যত বেশি সরকারি ভূমি উদ্ধার করতে পারবেন তাদের পুরস্কৃত করা হবে। এছাড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার চতুর্থ শিল্পবিপ্লবের জন্য ডিসিদের প্রস্তুত হবাব তাগিদ দেন।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ দিনের চতুর্থ অধিবেশনে নিজ নিজ মন্ত্রণালয়ের বিষয়াবলি নিয়ে ডিসিদের সঙ্গে মতবিনিময়কালে পৃথক পৃথকভাবে এসব কথা বলেন। দিনের প্রথম অধিবেশন হয় স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এতে সভাপতিত্ব করেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ডিসিদের নিয়মিত মিটিং করার কথা বলা হয়েছে। স্বাস্থ্য সম্পর্কিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে—জেলা, উপজেলা হাসপাতলে মিটিং করবেন তারা। সেসব জায়গায় যাবেন, পরিদর্শন করবেন। সেসব হাসপাতালে ডাক্তারদের উপস্থিতি লক্ষ রাখবেন। রোগীরা যাতে ভালো সেবা পান—এ বিষয়ে পরামর্শ দেবেন।